প্রকাশকাল: ১৮ মে ২০১৫
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম যেমন সমসাময়িক রাষ্ট্র বা সমাজের দর্পন হিসেবেও কাজ করে, তেমনি জনগণের কাছে সরকারের জবাবদিহিতার ক্ষেত্রকেও সম্প্রসারণ করে থাকে। এ কারণে গণতান্ত্রিক ও সুশাসিত রাষ্ট্রের অন্যতম পূর্বশর্ত হচ্ছে অবাধ, স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম যা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালন করবে। তাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গণমাধ্যমকে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধে অন্যতম অংশীজন বিবেচনা করে গণমাধ্যম ও সাংবাদিকতায় পেশাদারিত্বের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৯ সাল থেকে অনুসন্ধানী সাংবাদিকতা কেন্দ্রিক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। যার মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার, প্রশিক্ষণ এবং ফেলোশিপ অন্যতম।ক্লিক করুন। |
|