প্রকাশকাল: ০৯ জানুয়ারি ২০১৭
বাংলাদেশের চলমান দুর্নীতি একদিকে যেমন মানুষের অধিকার হরণ করছে, অন্যদিকে বঞ্চিত মানুষকে ঠেলে দিচ্ছে বঞ্চনা আর দারিদ্রের দিকে। ফলে সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, নারী এবং প্রান্তিক জনগণ অধিকতর বঞ্চনার শিকার হচ্ছে। বাংলাদেশে দুর্নীতি হ্রাসকরণের জন্য অধিকতর অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়কের ভূমিকা পালন করার লক্ষ্যে টিআইবি বর্তমানে ‘বিবেক’ প্রকল্প (অক্টোবর ২০১৪ - সেপ্টেম্বর ২০১৯) বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য লক্ষিত প্রতিষ্ঠান/সেবা খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য আইন, নীতি, প্রক্রিয়া সংশোধনের জন্য অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা এবং পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের মধ্যে চাহিদা সৃষ্টি ও দুর্নীতিকে চ্যালেঞ্জ করার জন্য নাগরিকদের সক্ষমতা বৃদ্ধি করা। জাতীয় পর্যায়ে নিবিড় অ্যাডভোকেসি কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বিপুল সংখ্যক নাগরিকের সম্পৃক্ততার মাধ্যমে প্রকল্পটি জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর নীতি, আইন ও নিয়ম প্রতিষ্ঠায় কাজ করছে। নাগরিক সম্পৃক্ততা, গবেষণা ও পলিসি, আউটরিচ ও কমিউনিকেশনের মাধ্যমে টিআইবি জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশে দুর্নীতিবিরোধী চাহিদা জোরদার করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র ও জাতীয় সততা ব্যবস্থার স্তম্ভগুলোকে কার্যকর করার জন্য টিআইবি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।