জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি বিভিন্ন খাত/প্রতিষ্ঠানসহ সর্বস্তরেরস্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে টিআইবি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করছে। এই আন্দোলন পরিচালনার জন্য টিআইবি গবেষণা, নাগরিক সম্পক্তৃতা ও যোগাযোগের মাধ্যমে কাজ করে থাকে। স্থানীয় পর্যায়ে টিআইবি’র গবেষণা ও প্রচারণা কাযর্ক্রমের মূল চালিকা শক্তি হচ্ছে সনাক ও সনাকের সহযোগী হিসেবে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এবং সনাক সংশ্লিষ্ট তরুণদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপ ও ইয়েস ফেন্ড্রস গ্রুপ।