প্রকাশকাল: ০৫ জানুয়ারি ২০১৬
আমাদের দৈনন্দিন জীবনে ও অর্থনৈতিক কমর্কাণ্ডে ভূমির গুরুত্ব অপরিসীম হওয়া সত্তেও্ব এ খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও হয়রানির উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন গবেষণায় ভূমি ব্যবস্থাপনা ও সেবা কাযর্ক্রমে বিভিন্ন ধরনের সশুাসনের ঘাটতি লক্ষ্য করা যায়। বিগত কয়েক দশকে সরকার ভূমি ব্যবসা্থপনা ও সেবা কাযর্ক্রমকে সংস্কার ও গণমখুী করার জন্য বিভিন্ন ধরনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও সরকার তার আসন্ন সপ্তম পঞ্চবাষির্কী পরিকল্পনায় ভূমিকে অন্যতম অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে। এই প্রেক্ষিতে ভূমি খাতের গুরুত্ব বিবেচনায় টিআইবি এ খাতে সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ চিহ্নিত করে তা থেকে উত্তরণের জন্য গবেষণা ও অ্যাডভোকেসি কাযর্ক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।ক্লিক করুন। |
|