প্রকাশকাল: ০৫ ফেব্রুয়ারি ২০১৫
বাংলাদেশে টিআইবি’র উদ্যোগে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আজ যুক্ত হয়েছেন সচেতন সাধারণ নাগরিক যাদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে সচেতন নাগরিক কমিটি বা সনাক এবং যুগপৎভাবে তরুণদের নিয়ে গঠিত হয়েছে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বা ইয়েস গ্রুপ। সনাক এবং ইয়েস আজ বিস্তৃত রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সাতটি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের ৪৫টি এলাকায়। এই সচেতন, সৎ, দেশপ্রেমিক এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত মানুষগুলোর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি একটি সুশাসিত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে। সনাক এবং ইয়েস সদস্যরা দুর্নীতিবিরোধী সচেতনতা ও চাহিদা বৃদ্ধির জন্য নানামুখী কার্যক্রম গ্রহণ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের নির্বাচিত প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়নে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সেবা প্রদানকারীর সাথে সেবাগ্রহিতার সেতুবন্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা তথা সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন।এপ্রিল ২০০৯ থেকে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত সনাক-ইয়েস পরিচালিত সেই সব সফল উদ্যোগের কিছু দৃষ্টান্ত এই সংকলনটিতে প্রকাশিত হয়েছে।ক্লিক করুন। |
|