বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন

প্রকাশকাল: ২৮ নভেম্বর ২০১৩

যেকোনো দেশের আর্থ-সামাজিক ব্যবস্থায় শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ১৭ তে বলা হয়েছে রাষ্ট্র সবার জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই শিক্ষা খাতে জাতীয় বাজেটের উল্লেখযোগ্য অংশ বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বরাদ্দকৃত এই সুবিশাল অর্থ ও সম্পদ নানা প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাান্তিক ও উপকার-ভোগী জনগোষ্ঠীর কাছে পৌঁছে। পুরো প্রক্রিয়ায় নানা সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে দুর্নীতির সুযোগ তৈরি হয়।