প্রকাশকাল: ২৮ ডিসেম্বর ২০১৩
গত কয়েক বছরে সিজিএ কার্যালয়ে হিসাবরক্ষণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) করার মত বহু ইতিবাচক পরিবর্তন সাধিত হলেও জনবলের ঘাটতি, কর্মদক্ষতার ঘাটতি, আইনগত সীমাবদ্ধতা, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ, অফিস স্থাপনা ও অন্যান্য লজিস্টিক সুবিধার ঘাটতিসহ বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম বিরাজমান থাকায় প্রতিষ্ঠানটি প্রত্যাশিত পর্যায়ের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না। সিজিএ কর্তৃক প্রদানকৃত প্রতিবেদন সময়মত না হওয়া ও সরবরাহকৃত তথ্য নির্ভরযোগ্য না হওয়ায় সরকারের আর্থিক পরিকল্পনা, বাজেট ব্যবস্থাপনা, এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না, ফলে তা দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করে। সিজিএ’র ওপর প্রণীত গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে একে এগিয়ে নিতে সরকারসহ সব স্টেকহোল্ডারের সাথে সম্মিলিতভাবে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করতে টিআইবি আগ্রহী।