প্রকাশকাল: ১৭ মার্চ ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর - এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম (জন্ম: ১০ মার্চ ১৯৫৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত।
প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ১২ মার্চ ২০২৫ সকালে ঢাকাস্থ নিজ বাসায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ২৫ জুলাই ২০১৭ থেকে সনাক, পিরোজপুর - এর সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন এবং জীবনের শেষদিন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম পেশাগত জীবনে কাপাসিয়া ডিগ্রী কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ এবং ঝালকাঠি সরকারি কলেজ-এ প্রভাষক, সহকারী অধ্যাপক এবং সর্বশেষ সরকারি বি. এম. কলেজ থেকে সহযোগী অধ্যাপক হিসেবে অবসরে যান। তিনি বিভিন্ন সামাজিক ও গবেষণামূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ স্কাউট্স এর কার্যকরী সদস্য, জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (জেডএসবি) ও বায়ো ডাইভারসিটি রিসার্স গ্ৰুপ অব বাংলাদেশ (বিআরবিজি) এর আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।