প্রকাশকাল: ১২ জানুয়ারি ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি তপন কুমার গুন (জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৫৮) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। বার্ধক্যজনিত কারণে শারিরীক বিভিন্ন অসুস্থতায় ০৪ জানুয়ারি ২০২৫ ময়মনসিংহে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তপন কুমার গুন ২০০১ হতে সনাক, মধুপুর - এর সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তপন কুমার গুন দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, নারী অধিকার আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় বলিষ্ট ভূমিকা পালন করেছেন। তিনি সাস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তপন কুমার গুন ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সফলতার সাথে সনাক, মধুপুর - এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তপন কুমার গুন’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।