প্রকাশকাল: ০৫ মার্চ ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর - এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্ৰুপের দলনেতা (জন্ম: ৫ জানুয়ারি ২০০০) ও সাবেক ইন্টার্ন (কর্মসূচি) মো: রুহুল আমীন রনি এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত।
মো: রুহুল আমীন রনি গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে সনাক, মধুপুর কার্যালয়ে ফেরার সময় টাঙ্গাইল জেলার মধুপুরের গোলাবাড়ী ব্রিজের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরবর্তীতে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ০৩ মার্চ ২০২৫ আনুমানিক রাত ৯:১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মো: রুহুল আমীন রনি ০৭ জানুয়ারি ২০১৯ থেকে সনাক, মধুপুর - এর ইয়েস গ্ৰুপের সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ১৪ ডিসেম্বর ২০২৪ সনাক, মধুপুর - এর ইয়েস গ্ৰুপের দলনেতার দায়িত্ব গ্রহণ করেন এবং জীবনের শেষদিন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি সম্পন্ন করেন এবং স্নাতকোত্তর অধ্যয়নরত ছিলেন।
মো: রুহুল আমীন রনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি মধুপুর নাগরিক উন্নয়ন ফোরাম এর কার্যকরী সদস্য, নব দিগন্ত ব্লাড গ্ৰুপ মধুপুর এর সেক্রেটারি, টাঙ্গাইল জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আনন্দমোহন কলেজ এর সহ-সভাপতি, বন্ধুমহল টাঙ্গাইল-মধুপুরবাসীর সাংগঠনিক সম্পাদক, মধুপুর জুনিয়র স্পোর্টিং ক্লাব এর সদস্য, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির এবং হৃদয় মধুপুর ব্লাড গ্ৰুপ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে মো: রুহুল আমীন রনির অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।