প্রকাশকাল: ২৭ জানুয়ারি ২০২৫
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) - এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া - এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্ৰুপের সদস্য মোঃ পলাশ আলী’র অকাল মৃত্যুতে টিআইবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। ২১ জানুয়ারি ২০২৫ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
মোঃ পলাশ আলী ০৮ জানুয়ারি ২০১৮ থেকে সনাক, কুষ্টিয়া - এর ইয়েস গ্ৰুপের সদস্য হিসাবে সম্পৃক্ত ছিলেন। ইয়েস গ্ৰুপের কার্যক্রমে তাঁর অবদান, ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। ইয়েস গ্ৰুপের সদস্য হিসাবে পলাশ ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা, তথ্য মেলা, বিভিন্ন কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা, তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রচারাভিযান, দিবস উদ্যাপনসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। সনাক এর যেকোনো কার্যক্রমে পলাশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্যান্য ইয়েস সদস্যসহ আমাদের সকলকে অনুপ্রাণিত করতো এবং তাঁর সক্রিয় ভূমিকা কুষ্টিয়ায় দুর্নীতিবিরোধী আন্দোলন গতিশীল করতে অসামান্য অবদান রেখেছে। পলাশের অকাল মৃত্যুতে আমরা দুর্নীতিবিরোধী আন্দোলনের একজন তরুণ ও সম্ভাবনাময় সৈনিক হারালাম।
টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।