সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর সদস্য এবং সাবেক সভাপতি নূরজাহান বেগম - এর মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ০৫ জানুয়ারি ২০২৫

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি নূরজাহান বেগম (জন্ম: ১৮ মে ১৯৪১) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। বার্ধক্যজনিত কারণে শারিরীক বিভিন্ন অসুস্থতায় ০২ জানুয়ারি ২০২৫ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বরিশালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নূরজাহান বেগম ২০০৫ সালের ২৮ নভেম্বর হতে সনাক, বরিশাল - এর সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বিশিষ্ট নারীনেত্রী নূরজাহান বেগম ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, নারী অধিকার আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় বলিষ্ট ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সফলতার সাথে সনাক, বরিশাল - এর সভাপতির দায়িত্ব পালন করেন। নূরজাহান বেগম গণতন্ত্র প্রতিষ্ঠায় নারী অধিকার আন্দোলন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার বর্তমান সভাপতি ছিলেন। নূরজাহান বেগম এর মৃত্যুতে বরিশালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে নূরজাহান বেগমের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice