প্রকাশকাল: ১২ ডিসেম্বর ২০২৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর - এর সদস্য কামরুন নাহার পপি (জন্ম: ১০ জুলাই ১৯৬৬) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ০৩ ডিসেম্বর ২০২৪ ফরিদপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুন নাহার পপি ২০১৫ সাল হতে সনাক, ফরিদপুর এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর - এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বইঘাটা (সাহিত্য ও লাইব্রেরি চর্চাকেন্দ্রিক প্রতিষ্ঠান) নামক একটি সংস্থার সাথে যুক্ত ছিলেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় কামরুন নাহার পপি এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।