প্রকাশকাল: ১২ ডিসেম্বর ২০২৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা - এর সদস্য ডা. আশরাফুজ্জামান (জন্ম: ০৬ জানুয়ারি ১৯৫৫) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ফুসফুস সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে ০৬ ডিসেম্বর ২০২৪ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. আশরাফুজ্জামান ২৯ মে ২০১৯ হতে সনাক, খুলনা - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি শিশু বিশেষজ্ঞ হিসেবে স্থানীয় একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ডা. আশরাফুজ্জামান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, খুলনা এর সদস্য ছিলেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় ডা. আশরাফুজ্জামান এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।