প্রকাশকাল: ১১ ডিসেম্বর ২০২৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী এর সদস্য বীর মুক্তিযোদ্ধা ওমর আলী এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ১০ ডিসেম্বর ২০২৪ রাতে তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ওমর আলী ০৬ ডিসেম্বর ২০১৫ থেকে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য এবং ২০ জুলাই ২০২২ থেকে সনাক সদস্য হিসেবে সনাক, নীলফামারী - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, নীলফামারী - এর সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সমাজসেবী, নির্মোহ ও স্পষ্টভাষী ওমর আলী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে স্বাধীনতা সংগ্রামে অনবদ্য অবদান রেখেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ওমর আলী’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি), ঢাকা ইয়েস, টিআইবি সদস্য, ইয়াং প্রফেশনালস অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।