প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নাটোর এর সদস্য বেগম হামিদা বানু (জন্ম: ২৯ জানুয়ারি ১৯৪৮ ইং) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ক্যান্সারে আক্রান্ত হয়ে ০৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ৬টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সনাক নাটোর এর সাথে ২০১৪ সাল থেকে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি নাটোরে জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পেশাগত জীবন থেকে অবসর গ্রহণ করেন। বিশিষ্ট সমাজকর্মী বেগম হামিদা বানু মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, নাটোর’র পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে বেগম হামিদা বান্’ুর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), ঢাকা ইয়েস, অ্যাকটিভ সিটিজেন্স গ্ৰুপ (এসিজি) ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।