সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর - এর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান - এর মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর - এর সদস্য এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান (জন্ম: ০৩ নভেম্বর ১৯৪৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ০২ ভাই ও ০৫ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ২০০৬ সাল হতে সনাক, ফরিদপুর - এর সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি সাংবাদিকতা, ব্যবসা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এছাড়া তিনি উন্নয়ন সংস্থা সিসিডিএ এর সভাপতি ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন লড়াকু সৈনিক ছিলেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান - এর অবদান আমাদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, এসিজি, ঢাকা ইয়েস এবং ওয়াইপ্যাক - এর সদস্যসহ সকলের পক্ষ হতে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


Notice