সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর - এর উপদেষ্টা আব্দুস সামাদ দেওয়ানের মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর - এর উপদেষ্টা আব্দুস সামাদ দেওয়ানের মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১০ ফেব্রুয়ারি ২০২৪ মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আব্দুস সামাদ দেওয়ান ০৯ নভেম্বর ২০১৫ হতে ২৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সনাক সদস্য হিসেবে এবং ২৭ ফেব্রুয়ারি ২০২২ হতে মৃত্যুর পূর্ব পর্যন্ত উপদেষ্টা হিসেবে সনাক, চাঁদপুর - এর সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় তাঁর অবদান, দূরদৃষ্টিসম্পন্ন পরামর্শ, ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।

বিশিষ্ট সমাজকর্মী আব্দুস সামাদ দেওয়ান স্বাধীনতাপূর্ব সময়ের একজন কৃতি ফুটবলার ছিলেন। তিনি উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি কমিউনিটি পুলিশিং (অঞ্চল-৩) এর সভাপতি, কমিউনিটি পুলিশিং, চাঁদপুর-এর সহ-সভাপতি, সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল - এর সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আব্দুস সামাদ দেওয়ানের অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, ঢাকা ইয়েস, এসিজি ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice