সনাক, ময়মনসিংহ সদর এর সহ-সভাপতি মর্জিয়া বেগম এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

প্রকাশকাল: ২১ ডিসেম্বর ২০২৩

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ সদর এর সহ-সভাপতি মর্জিয়া বেগম (জন্ম: ৩১ অক্টোবর ১৯৪৭) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ১৯ ডিসেম্বর ২০২৩ রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১১ সাল থেকে সনাক, ময়মনসিংহ সদর এর সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পেশাগত জীবনে ময়মনসিংহের গফরগাঁও এর খায়েরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বর্ণাঢ্য কর্মময় জীবনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল এর উপ-পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি তাঁর জীবদ্দশায় নারী অধিকার আন্দোলন, শিক্ষা অধিকার, স্বেচ্ছাসেবী ও সামাজিক আন্দোলনের একজন দক্ষ সংগঠক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মর্জিয়া বেগম মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, ময়মনসিংহ সদর এর পাশাপাশি অন্যান্য সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্নীতিবিরোধী আন্দোলনে মর্জিয়া বেগম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ঢাকা ইয়েস ও ইয়াং প্রফেশনাল অ্যাগেইনস্ট করাপশন (ওয়াইপ্যাক) এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


Notice