প্রকাশকাল: ০৭ আগস্ট ২০২৩
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুক্তাগাছা’র সদস্য এ.বি.এম. জাহাঙ্গীর সেলিম (জন্ম: ০১ মার্চ ১৯৫৯) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০১ আগস্ট ২০২৩ সন্ধ্যায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৮ সাল হতে সনাক মুক্তাগাছা’র সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
শিক্ষা অধিকার, সামাজিক আন্দোলনের একজন দক্ষ সংগঠক, প্রশিক্ষক এ.বি.এম. জাহাঙ্গীর সেলিম মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, মুক্তাগাছা’র পাশাপাশি অন্যান্য সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় বাংলাদেশ স্কাউট- মুক্তাগাছা উপজেলা নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার (এএলটি), সিনিয়র সহ-সভাপতি - বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি - মুক্তাগাছা উপজেলা, উপদেষ্টা- কিশলয় কচি-কাঁচার মেলা- মুক্তাগাছা, বিনোদবাড়ী-মানকোন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্রীয় পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে এ.বি.এম. জাহাঙ্গীর সেলিম এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, এসিজি এবং ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।