প্রকাশকাল: ০২ মে ২০২৩
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি, প্রথিতযশা আইনজীবী এটিএম এনামুল হক চৌধুরী (চাদ) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০১ মে ২০২৩ সকাল ১১:২০ মিনিটে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী (চাদ) সনাক কুড়িগ্রাম-এর প্রতিষ্ঠালগ্ন ০২ জুন ২০০৪ থেকে এ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহত্তর রংপুর অঞ্চলের বরেণ্য আইনজীবী, সমাজসেবী, নির্মোহ ও স্পষ্টভাষী এটিএম এনামুল হক চৌধুরী (চাদ) মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, কুড়িগ্রাম-এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলা আইজীবী সমিতির ছয়বারের সাধারণ সম্পাদক, দৈনিক কুড়িগ্রাম খবর-এর উপদেষ্ঠামন্ডলীর সভাপতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা, কুড়িগ্রাম আইন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ-এর সভাপতি, কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট-এর সাবেক সভাপতি, সোনালী ব্যাংক, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় অনেক অসহায়-দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা ব্যয় ও অসুস্থ্য ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরীর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র ট্রাস্টি বোর্ড ও সাধারণ পর্ষদের সদস্যবৃন্দ, কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, ইয়েস, এসিজি, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।