সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর উপদেষ্টা অধ্যক্ষ মো: শামসুদ্দীন আহমেদ এর মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ০৪ অক্টোবর ২০২২

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন স্বজন সদস্য অধ্যক্ষ মো: শামসুদ্দীন আহমেদ (জন্ম: ০১ ডিসেম্বর ১৯৩১) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০২ অক্টোবর ২০২২ বরিশাল শহরের কলেজ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০০৯ সালের ১৮ ডিসেম্বর স্বজন সদস্য এবং ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উপদেষ্টা হিসেবে সনাক, বরিশাল এর সাথে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো: শামসুদ্দীন আহমেদ গণিত বিষয়ে ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি মহান ভাষা আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় বলিষ্ট ভূমিকা পালন করেছেন। অধ্যক্ষ মো: শামসুদ্দীন আহমেদ বরিশালে সরকারি ফজলুল হক কলেজ, বাগেরহাটে সরকারি পি. সি. কলেজ, ঢাকায় আহসানউল্লাহ্ ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেটে সরকারি এম. সি. কলেজ, চট্টগ্রামে সরকারি চিটাগাং কলেজ, ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ, ভোলা সরকারি কলেজ এবং মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজে সফলতার সাথে অধ্যাপনা শেষে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলন ও শিক্ষার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অধ্যক্ষ মো: শামসুদ্দীন আহমেদ এর মৃত্যুতে বরিশালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অধ্যক্ষ মো: শামসুদ্দীন আহমেদ এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, এসিজি, ইয়েস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Notice