প্রকাশকাল: ১৪ ডিসেম্বর ২০২১
সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর এর সদস্য ও প্রতিষ্ঠাকালীন সভাপতি
প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী’র মৃত্যুতে আমরা শোকাহত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর এর সদস্য ও প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী (জন্ম: ৩০ অক্টোবর ১৯৪৫) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০৫ ডিসেম্বর ২০২১ রাঙ্গামাটিতে বড় মেয়ের বাসায় বেড়াতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সনাক, লক্ষ্মীপুর এর প্রতিষ্ঠাকাল ০৪ ডিসেম্বর ২০১০ থেকে সম্পৃক্ত হয়ে তিনি একাধিকবার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, লক্ষ্মীপুর এর পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি জীবদ্দশায় লক্ষ্মীপুরসরকারি কলেজের অধ্যক্ষ, লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ এবং লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী মৃত্যুকালে এক ছেলে, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী’র অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।