সনাক, রংপুর - এর স্বজন সমন্বয়কারী আব্দুল ওহাব মিঞা এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
প্রকাশকাল:
৩০ অক্টোবর ২০২০
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর - এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সমন্বয়কারী আব্দুল ওহাব মিঞা এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি গত প্রায় ছয় মাস যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ অক্টোবর ২০২০ রাত ৮.৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল ওহাব মিঞা ১৭ আগস্ট ২০১৬ থেকে সনাক, রংপুর - এর স্বজন’র সাথে সম্পৃক্ত হয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সরকারি কৃষি বিভাগে চাকুরী করেছেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। আব্দুল ওহাব মিঞা সনাক, রংপুরের স্বজন সমন্বয়কারীর দায়িত্ব পালনের পাশাপাশি রংপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। এর মধ্যে রঙ্গপুর সাহিত্য পরিষদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, রংপুর, জেলা পাট চাষী সমিতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), কমিউনিটি পুলিশিং উল্লেখযোগ্য। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনে আব্দুল ওহাব মিঞা এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।