প্রকাশকাল: ১২ ফেব্রুয়ারি ২০২০
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল - এর উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আক্কাস হোসেন (জন্ম: ০৫ এপ্রিল ১৯৩৮) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ০৯ ফেব্রুয়ারি ২০২০ তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মো. আক্কাস হোসেন ১৮ ডিসেম্বর ২০০৯ স্বজন-সনাক, বরিশালের প্রতিষ্ঠালগ্ন থেকে এবং পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর ২০১৮ থেকে সনাক, বরিশাল - এর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট সমাজকর্মী মো. আক্কাস হোসেন সনাক, বরিশাল - এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমম্বয় পরিষদ, বরিশাল বিভাগ এর সভাপতি; সুশাসনের জন্য নাগরিক (সুজন), বরিশাল জেলা শাখার সভাপতি; ক্যাব, বরিশাল জেলা শাখার সভাপতি; সাহিত্যের আড্ডা, বরিশাল এর সভাপতি; একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বরিশাল এর সভাপতি; বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সহ-কমান্ডারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও নয় পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে মো. আক্কাস হোসেন এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।