প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২০
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নাটোর - এর সদস্য দীপ্রমান সরকার এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ২১ ডিসেম্বর ২০১৯ আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
দীপ্রমান সরকার ২০১৯ সালের ০৮ এপ্রিল থেকে সনাক, নাটোর-এ সদস্য হিসেবে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ও বিশিষ্ট সমাজকর্মী দীপ্রমান সরকার মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, নাটোর এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে দীপ্রমান সরকার এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ, ট্রাস্টি বোর্ড, সকল কর্মী, দেশের ৪৫টি সনাক এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস, ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।