সনাক, খুলনা - এর স্বজন সদস্য বিষ্ণুপদ সিংহ এর মৃত্যুতে আমরা শোকাহত

প্রকাশকাল: ০৮ আগস্ট ২০১৯

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা - এর স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য বিষ্ণুপদ সিংহ (জন্ম: ০১ জানুয়ারি, ১৯৪০) এর মৃত্যুতে টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত। ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি খুলনা নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৫ আগস্ট ২০১৯ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ০১ সেপ্টেম্বর ২০১০ থেকে সনাক, খুলনা - এর  সাথে সম্পৃক্ত হয়ে তিনি স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিশিষ্ট সমাজসেবক বিষ্ণুপদ সিংহ সনাক, খুলনার পাশাপাশি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী, সিনিয়র সহ-সভাপতি, নাগরিক ফোরাম, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় কবিতা পরিষদ, সিনিয়র উপদেষ্টা, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সভাপতি, কবিতালাপ, উপদেষ্টা, সন্ধানী ডোনার ক্লাব, উপদেষ্টা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উপদেষ্টা, সৃজন, উপদেষ্টা, মহানগর পূজা উদ্যাপন পরিষদ, সিনিয়র সদস্য, কমিউনিটি পুলিশ এবং সহযোগী সম্পাদক, আইন পত্রিকা, খুলনার সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্নীতিবিরোধী আন্দোলনে বিষ্ণুপদ সিংহ এর অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। টিআইবি’র সাধারণ পর্ষদ ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সকল কর্মী, দেশের ৪৫টি এলাকার সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, ঢাকা ইয়েস ও ওয়াইপ্যাক এর সদস্যসহ সকলের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 
 

Notice