Published: 22 March 2009
Good Governance in the Water Resources Sector: Need Transparency and Accountability (March, 2009)
পানিসম্পদ খাতে সুশাসন: চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা
পানি মানুষের জীবন ধারণের অন্যতম মৌলিক উপাদান। পানির অধিকার একই সঙ্গে মানবাধিকারও। পানির সঙ্গে উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ জীবন ধারণের সকল মৌলিক উপাদানের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ২০০২ সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে: ‘মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে পানির ওপর মানবাধিকার অপরিহার্য। এটা অন্য সকল মানবাধিকার প্রতিষ্ঠারও পূর্বশর্ত। জাতিসংঘের উক্ত সিদ্ধান্তে আরও বলা হয়েছে: ‘পানিতে মানবাধিকার অধিকার প্রদান করে সকলের ব্যক্তিগত ও গৃহস্থালী কাজে ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণে, নিরাপদ, গ্রহণযোগ্য, সহজপ্রাপ্য এবং সক্ষমতার সঙ্গে ব্যবহার করার। পানির অভাবজনিত কারণে মৃত্যু রোধ ও পানিবাহিত রোগের হাত থেকে রক্ষা পাওয়া এবং পানি পান, রান্নাবান্না এবং ব্যক্তিগত ও পারিবারিক পরিচ্ছন্নতার জন্য উপযুক্ত পরিমাণে নিরাপদ পানির প্রয়োজন।
ওয়ার্কিং পেপারের জন্য ক্লিক করুন।
Press Release:Good Governance in the Water Resources Sector: Need Transparency and Accountability, 2009