বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬-এর ধারণাপত্র

প্রকাশকাল: ০৭ এপ্রিল ২০১৬

প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র প্রতিষ্ঠাবার্ষিকীতে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছর বিশ্ব স্বাস্থ্য দিবস এর প্রতিপাদ্য ‘ডায়াবেটিস প্রতিরোধ’ (Beat Diabetes)। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে একাত্মতা পোষণ করে ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ উদযাপন করছে। এবারের স্বাস্থ্য দিবসে পরিস্থিতি ও ভয়াবহতা বিবেচনায় ডায়াবেটিস ও এ সংক্রান্ত স্বাস্থ্য জটিলতা ও এর ফলাফল, প্রতিরোধ এবং এ বিষয়ক নজরদারি বৃদ্ধির বিষয় গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। এ দিবসের মধ্য দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিমিত খাদ্য গ্রহণ, সাধ্যমত কায়িক শ্রম ও ব্যায়াম, ওষুধ এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনতে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।
ধারণাপত্র এখানে

Concept Note