প্রকাশকাল: ১২ মার্চ ২০১৫
সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ সারাবিশ্বে দুর্নীতির ব্যাপকতা উদ্বেগজনকভাবে বাড়ছে। দুর্নীতির নেতিবাচক প্রভাব সমাজের সবগুলো স্তরের মানুষের ওপর, বিশেষকরে ক্ষমতা কাঠামোর বাইরে অবস্থানকারী দরিদ্র, প্রান্তিক ও নীরব জনগোষ্ঠীর ওপর এই নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি। দরিদ্রদের মধ্যে দরিদ্রতর হিসেবে নারীর ওপর দুর্নীতির নেতিবাচক প্রভাব অনেক বেশি হয় বলে ধারণা করা হয়। নারী-পুরুষের সংখ্যাগত ভিন্নতা কম হলেও দেখা যায় নারীরা সরকারি সেবা ও অর্থ-সম্পদে অভিগম্যতা, অধিকার নিশ্চিত করা ও অবমাননা থেকে সুরক্ষা পাওয়ার জন্য আইনের যথাযথ প্রয়োগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, যা সুশাসন ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে।