মিসরের শার্ম আল শেখে আসন্ন কপ২৭ জলবায়ু সম্মেলন: জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান টিআইবির

প্রকাশকাল: ০১ নভেম্বর ২০২২

মিসরের শার্ম আল শেখ শহরে ০৬ নভেম্বর ২০২২ থেকে শুরু হতে যাওয়া কপ২৭/জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন অভিযোজন, প্রশমন এবং এ সংক্রান্ত অর্থায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। ২০২১ সালে গ্লাসগো জলবায়ুসম্মেলনে বিজ্ঞানীরা পরিষ্কার করেন যে, ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগ থেকে কমপক্ষে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। ইতোমধ্যে তাপমাত্রা ১.২ ডিগ্রিসেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এই অব্যাহত তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে প্যারিস চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প উন্নয়নের সময় থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা “লাইফ সাপোর্টে” চলে যাওয়ার অবস্থায় পৌঁছেছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন


Position Paper