প্রকাশকাল: ১৫ মার্চ ২০১৪
নারী ও পুরুষের সমতা এবং সকল পর্যায়ে বৈষম্যহীন অবস্থান মানুষ হিসেবে জন্মগত মৌলিক অধিকার। সভ্যতা বিকাশের শুরুর দিকে সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলেও সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো বিস্তার লাভ করেছে যা একদিকে পুরুষ আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করেছে অন্যদিকে নারীর অধিকারকেও অবদমিত করছে। পুরুষতান্ত্রিকতা নারীর ন্যায়বিচার, ন্যায্য অধিকার ও ক্ষমতার কাঠামোতে অভিগম্যতার অন্যতম প্রধান অন্তরায়। অন্যদিকে জবাবদিহি ও অংশগ্রহণমূলক সুশাসনে ঘাটতি এবং দুর্নীতির ফলে বিকাশমান বিচারহীনতার স্বাভাবিক শিকার হন সমাজের অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মত নারী সমাজ।
পুরো অবস্থানপত্রের জন্য এখানে ক্লিক করুন