প্রকাশকাল: ২৯ মে ২০১৪
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাংলাদেশের সরকার, রাজনীতি ও বেসরকারি খাতসহ সমাজের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে জ্ঞানভিত্তিক ও অংশগ্রহণমূলক সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের দাবি উত্থাপন ও অনুঘটকের ভূমিকা পালন করছে। এর অংশ হিসেবে টিআইবি সার্বিকভাবে জাতীয় শুদ্ধাচার ব্যবস্থার ওপর বা এর গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর কার্যকরতার লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে এবং গবেষণালব্ধ তথ্যের ওপর ভিত্তি করে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে নীতিগত প্রচারণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক, আইনী ও প্রায়োগিক সামর্থ্য বৃদ্ধিতে অবদান রাখছে। টিআইবির সকল গবেষণা, প্রচারণা বা মাঠপর্যায়ে নাগরিক সম্পৃক্তকরণের মুখ্য উদ্দেশ্য সমাজ ও রাষ্ট্রে শুদ্ধাচার প্রতিষ্ঠা করা যা সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশলের মূল চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন