আন্তর্জাতিক নারী দিবস ২০২০: টেকসই উন্নয়ন অভীষ্ট, সুশাসন, সমতা ও নারী

প্রকাশকাল: ০৮ মার্চ ২০২০

নারী-পুরুষের সমতা ও নারী অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে অনুঘটক হিসেবে প্রতিবছর ৮ মার্চ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের প্রতিপাদ্য- I am Generation Equality: Realizing Women’s Rights  (আমি সমতার প্রজন্ম: চাই নারীর অধিকার বাস্তবায়ন)।  আর বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এবছরের প্রতিপাদ্য প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার।  
নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন এক সূত্রে গাঁথা- এই চেতনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-ও অত্যন্ত গুরুত্বের সাথে আন্তর্জাতিক নারী দিবস পালন করে। টিআইবি মনে করে, নারীদের অর্ন্তভুক্ত না করে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। আন্তর্জাতিক নারী দিবসে টিআইবির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন অভীষ্ট, সুশাসন, সমতা ও নারী’
পুরো ধারণাপত্রের জন্য এখানে ক্লিক করুন ।
 

Concept Note