Concept paper on the International Youth Day 2014 (Bangla)

Published: 12 August 2014

তরুণ সমাজ সব সময়ই যে কোন দেশের সর্বাপেক্ষা বলিষ্ঠ, আত্মপ্রত্যয়ী, সৃজনশীল ও যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রতী জনগোষ্ঠী। অফুরন্ত চালিকাশক্তিতে তরুণরাই পারে সকল বাধা বিপত্তির মোকাবেলা করতে। বাংলাদেশের তরুণদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্ন এর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যূত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এদেশের তরুণসমাজ। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের পরিপূর্ণ বিকাশের জন্য পরিবার, সমাজ তথা সরকারকে সমন্বিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।
এখানে ক্লিক করুন

Concept Note