বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, শিল্পায়ন ও শহরায়নের ফলে মূলত গ্রীষ্ম প্রধান ও ঘনবসতিপূর্ণ এলাকায় বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যকর পয়:নিষ্কাষণ ব্যবস্থাপনার দুর্বলতার ফলে সংক্রামক ব্যাধিসমূহ বিস্তার লাভ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ি বিশ্বের সংক্রামক ব্যাধির ১৭ শতাংশই বিভিন্ন কীট-পতঙ্গ যেমন- মশা, মাছি, ছারপোকা, শামুক ও অন্যান্যর জন্য দায়ী।