TIB 4th Shere Bangla Cup Debate Competition, 2013

Published: 12 May 2013

টিআইবি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-এর সহযোগিতায় দুর্নীতি ও সুশাসন বিষয়ক টিআইবি ৪র্থ শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতা ২০১৩এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন মাননীয় খাদ্যমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। তিন দিনব্যাপী দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সারাদেশের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন বিতার্কিকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে এ পুরস্কার প্রদান করা হয় ।

ছায়া সংসদীয় পদ্ধতির এই প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে প্রথম স্থান অর্জন করেন কৌশিক সুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন নওরীন মোস্তফা তুলি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেন সাইয়িদ তাইয়াব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী  পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।