প্রকাশকাল: ২৫ জুন ২০২৩
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সহায়তা সংস্থা, আন্তর্জাতিক রেডক্রস/রেডক্রিসেন্ট আন্দোলনের অংশ। বাংলাদেশ সরকারের সহযোগী সংস্থা হিসেবে বিডিআরসিএস দুর্যোগ ঝুঁকি কবলিত জনগণের জীবন-জীবিকার উন্নয়ন, মানবসেবায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং একটি শক্তিশালী জাতীয় সমাজ রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল মানবসেবার উদ্দেশ্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। হাসপাতালটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অলাভজনক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান। হাসপাতালটি নিজস্ব আয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/ব্যক্তি কর্তৃক অনুদানের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
ঢাকা, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ক্যাথলিক মেডিকেল মিশনারিজের মাধ্যমে ১৯৫৩ সালে (১৫ মার্চ) স্থাপিত হয়। ক্যাথলিক মেডিকেল মিশনারিজ ১৯৭১ সালে হাসপাতালটি ডিড অফ গিফট নং ৭৬৯৬/১৯৭১-এর আওতায় বাংলাদেশ রেড ক্রস সোসাইটির কাছে হস্তান্তর করলে নামকরণ হয় হলি ফ্যামিলি রেড ক্রস হাসপাতাল। ১৯৮৮ সালে তৎকালীন বাংলাদেশ সরকার সোসাইটির নাম পরিবর্তন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করার ফলে হাসপাতালের নাম পরিবর্তিত হয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল হয়। ২০০০ সালে মেডিকেল কলেজে হিসেবে কার্যক্রম শুরু করে এবং তখন থেকে এটি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিচিত।
গবেষণার উদ্দেশ্য
গবেষণার প্রধান উদ্দেশ্য হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ পর্যালোচনা করা।
সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ হচ্ছে-
১) হাসপাতাল পরিচালনা নীতি, আইন, বিধি-বিধান ও পরিচালনা কাঠামো পর্যালোচনা করা
২) সেবা ও ব্যবস্থাপনা কার্যক্রমে সুশাসনের ঘাটতির স্বরূপ ও এর কারণসমূহ চিহ্নিত করা
৩) চিকিৎসাসেবায় সেবাগ্রহীতা ও অন্যান্য অংশীজনদেও অভিজ্ঞতা ও মতামত পর্যালোচনা করা; এবং
৪) গবেষণার প্রাপ্ত ফলাফলের আলোকে সুপারিশ প্রদান করা
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-