Integrity Watch in Flood 2019 Preparedness and Relief Operations

প্রকাশকাল: ২৯ সেপ্টেম্বর ২০১৯

নানা কারণে বাংলাদেশ একটি বন্যাপ্রবণ দেশ। এর মধ্যে একটি অন্যতম কারণ হলো বাংলাদেশ গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা এই তিন বৃহৎ নদীর অববাহিকায় অবস্থিত এবং এর ৮০ শতাংশ এলাকা প্লাবণভূমি। আবার উজান থেকে বয়ে আসা আন্তঃমহাদেশীয় নদীর পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ না থাকায় বর্ষা মৌসুমে নদীর পানি মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়। এর পাশাপাশি নানা কারণে নদী ভরাট হওয়ায় নদীগুলোতে পানি ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হিমালয়ের বরফ গলা ও বৃষ্টিপাতের সময়সীমায় অসামঞ্জস, অপরিকল্পিত নগরায়ন, খাল-বিল, জলাভূমি ও নদী দখলসহ নানা কারণে নদী ভরাট হওয়ায় বাংলাদেশে বন্যা ঝুঁকি ও ক্ষয়ক্ষতি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ বলে উল্লেখ করা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০০৯-২০১৫ সময়কালে বন্যায় প্রতিবছর গড়ে প্রায় ৩০৭০ কোটি ৮০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই ক্ষতির ফলে বাংলাদেশ প্রতিবছর জিডিপির অতিরিক্ত ০.৩০% প্রবৃদ্ধি অর্জন থেকে বঞ্চিত হয়।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন