প্রকাশকাল: ০৭ ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশের জনগণের একটি বড় অংশ সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান হতে স্বাস্থ্যসেবা গ্রহণ করে। টিআইবি’র জাতীয় খানা জরিপ (২০১৫) অনুযায়ী স্বাস্থ্যসেবা গ্রহণকারী খানাগুলোর ৬৩.৩% বেসরকারি খাত হতে সেবা গ্রহণ করে। সেবা প্রদানে চিকিৎসকদের একটি উল্লেখযোগ্য অংশ বেসরকারি চিকিৎসাসেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন (২০১৫) অনুযায়ী, বাংলাদেশের মোট চিকিৎসকের ৬০.২৭% বেসরকারি চিকিৎসাসেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত। নিবন্ধিত বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল/ ক্লিনিক/ নার্সিং হোমের সংখ্যা ছিল ৩৩টি, যা ২০১৬-তে বৃদ্ধি পেয়ে ১৫,৬৯৮টিতে দাঁড়িয়েছে।