Divisional Passport and Visa Office, Barisal: Governance Challenges and Way-forward on Passport Service

প্রকাশকাল: ৩০ নভেম্বর ২০১৭

বরিশাল অঞ্চলের সেবাদানকারী প্রতিষ্ঠাগুলোর মধ্যে বরিশাল পাসপোর্ট অফিসের সেবা একটি জনগুরুত্বপূর্ণ সেবা হিসেবে বিবেচিত। বরিশাল পাসপোর্ট অফিস ১৯৮১ সালে আঞ্চলিক পাসপোর্ট অফিস হিসেবে কার্যক্রম শুরু করে। এই সময়ে বরিশাল পাসপোর্ট অফিস বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার জনগণের সেবা প্রদান করত। ২০১০ সালে বরিশাল বিভাগের আওতাধীন জেলাগুলোর পাসপোর্ট অফিসসমূহের প্রশাসনিক নিয়ন্ত্রন ও তদারকির লক্ষ্যে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসকে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস হিসেবে উন্নীত করা হয়। ২০১৪ সালে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বরিশাল নতুন ভবনে কার্যক্রম শুরু করে। এটি বরিশাল শহরের নতুল্লাবাদ এলাকায় অবস্থিত। বরিশাল পাসপোর্ট অফিস এই জেলার দশটি উপজেলা, ছয়টি পৌরসভা এবং বরিশাল সিটি কর্পোরেশনের মোট ২৩,২৪,৩১০ জন নাগরিকের সেবা প্রদানে নিয়োজিত। বরিশাল পাসপোর্ট অফিস নভেম্বর ২০১৫ থেকে অক্টোবর ২০১৬ সময়ে ৩০,০১৪টি পাসপোর্ট ইস্যু করেছে। এর মধ্যে সাধারণ আবেদনের ভিত্তিতে ২৫,৯০৩টি এবং জরুরী আবেদনের ভিত্তিতে ৪,১১১টি।  এ অফিস হতে গড়ে প্রতিদিন ১২৪টি পাসপোর্ট ইস্যু করা হয়।  ২০১৩-১৪ হতে ২০১৫-১৬ পর্যন্ত ৩টি অর্থবছরে সরকার বরিশাল পাসপোর্ট অফিস হতে গড়ে বছর প্রতি ১১,৪৩,২১,৪১৮ টাকা রাজস্ব আয় করেছে এবং এ সময়ে বছর প্রতি গড়ে প্রায় ৫৮ লক্ষ টাকা ব্যয় (উন্নয়ন ও অনুন্নয়ন) করেছে।

বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন-