তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইনে অনিয়ম ও দুর্নীতি মোকাবেলায় অংশীজনের করণীয় - সার-সংক্ষেপ
প্রকাশকাল:
১৪ জানুয়ারি ২০১৬
বাংলাদেশের তৈরি পোশাক খাতে ব্যাবসায়িক অংশীদার হিসেবে ইউরোপিয়ান বায়ারদের গুরুত্ব সর্বাধিক, এবং এ খাতের সংস্কারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে এ খাতের সাপ্লাই চেইনে অনিয়ম ও দুর্নীতি মোকাবেলায় সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা চিহ্নিত করার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানি ও টিআইবি’র যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ করে। এ গবেষণার উদ্দেশ্য হচ্ছে তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইনের বিভিন্ন ধাপে অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করা, এসব অনিয়ম ও দুর্নীতিতে অংশীজনের সংশ্লিষ্টতা চিহ্নিত করা, এবং এসব দুর্নীতি কিভাবে মোকাবেলা করা যাবে সে সম্পর্কে সুপারিশ প্রদান। এ গবেষণা প্রতিবেদনটি টিআই জার্মানি ২০১৫ সালের ডিসেম্বরে বার্লিনে প্রকাশ করে।