সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১৫ জুলাই ২০২৩: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করেছে। বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন পত্রিকা ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকরা এই পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দিতে পারবেন। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকম-লী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সময়কালে প্রকাশিত ও প্রচারিত এবং অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রণীত প্রতিবেদনসমূহ মূল্যায়নের জন্য বিবেচিত হবে।
এ বছর শুধুমাত্র অনলাইনে https://ija.ti-bangladesh.org/ এই লিংকের মাধ্যমে নির্দিষ্ট ফরম যথাযথভাবে পূরণ করে প্রতিবেদন জমা দেওয়া যাবে। ইমেইল/কুরিয়ার সার্ভিস/স্বশরীরে কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না। প্রতিবেদন জমা দেওয়ার আগে সংযুক্ত নিয়মাবলী ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ বিষয়ে যে কোনো জিজ্ঞাসায় যোগাযোগ করতে পারেন- জাফর সাদিক, সহসমন্বয়ক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, টিআইবি (০১৭০৯৬৬১৬৫৫, zafar.sadiq@ti-bangladesh.org)। ইমেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।
গণমাধ্যম যোগাযোগ:
শেখ মনজুর-ই-আলম
পরিচালক- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: +৮৮ ০২ ৪১০২১২৬৭-৭০
ইমেইল: manjur@ti-bangladesh.org