সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২২: ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২২ এর কার্টুন জমা দেওয়ার সময় ২০ অক্টোবর ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। টিআইবি আগ্রহী সকল কিশোর ও তরুণদের কাছ থেকে মৌলিক ও সৃজনশীল কার্টুন আহ্বান করছে। ক (১৩-১৮ বছর) ও খ (১৯-২৫ বছর) দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় “দুর্নীতি ও সুশাসন” যাতে প্রতিযোগীর দৃষ্টিতে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার ওপর দুর্নীতির নেতিবাচক প্রভাবসহ দুর্নীতির চিত্র ও প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।
প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। আগামী ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার এর মধ্যে কার্টুন অবশ্যই টিআইবি কার্যালয়ে পৌঁছাতে হবে। কার্টুন পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মাইডাস সেন্টার (লেভেল-৪), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন : https://www.ti-bangladesh.org/cartoon_2022.pdf এবং এই মোবাইল নম্বরে ০১৭৫৫৫৪৮৪২১ (ছুটির দিন ব্যতীত সকাল ৯টা-৫টা) যোগাযোগ করা যাবে।
গণমাধ্যম যোগাযোগ,
শেখ মনজুর-ই-আলম
পরিচালক- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭০৮৪৯৫৩৯৫
ইমেইল: manjur@ti-bangladesh.org