‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২০’ এর কার্টুন জমা দেওয়ার সময় বাড়ল

সংবাদ বিজ্ঞপ্তি

‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২০’ এর কার্টুন জমা দেওয়ার সময় বাড়ল

ঢাকা, ০৬ অক্টোবর ২০২০: ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২০ এর কার্টুন জমা দেওয়ার সময় ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। টিআইবি আগ্রহী সকল কিশোর ও তরুণদের কাছ থেকে মৌলিক ও সৃজনশীল কার্টুন আহবান করছে। ক (১৩-১৮ বছর) ও খ (১৯-২৫ বছর) দুটি বিভাগে প্রতিযোগীতায় অংশ নেয়া যাবে। এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় ‘করোনাভাইরাস মোকাবেলায় দুর্নীতি’ যাতে প্রতিযোগীর দৃষ্টিতে করোনাভাইরাস জনিত জাতীয় দুর্যোগ মোকাবেলায় অনিয়ম ও দুর্নীতির চিত্র অথবা এ ধরণের দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।

প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর, শনিবার ২০২০ এর মধ্যে কার্টুন অবশ্যই টিআইবি কার্যালয়ে পৌঁছাতে হবে। কার্টুন পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মাইডাস সেন্টার (লেভেল-৪), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এবং মোবাইল ০১৭১১৪০৫১৪৮ (ছুটির দিন ব্যতীত সকাল ৯টা-৫টা) যোগাযোগ করা যাবে।

গণমাধ্যম যোগাযোগ,

শেখ মনজুর-ই-আলম
পরিচালক- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
মোবাইল: ০১৭০৮৪৯৫৩৯৫
ইমেইল: manjur@ti-bangladesh.org


Press Release