সংবাদ বিজ্ঞপ্তি
তিন দিনব্যাপী টিআইবি-ডিইউডিএস ১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা, ১ ডিসেম্বর ২০১১: ৯ ডিসেম্বর আন-র্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ১-৩ ডিসেম্বর ২০১১ ‘স্বাধীনতার গৌরবময় চল্লিশ: চাই সুশাসন-দুর্নীতি প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের স্পেশাল কনফারেন্স হলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ এবং টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বিতর্ক এমন একটি বিষয়, যেখানে কোনো পরাজয় নেই। কারণ, বিতর্ক জ্ঞান, যুক্তি-তর্ক, মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রের মৌলিক উপাদান সম্পর্কে শিক্ষা দেয়। তাই বাস্তব জীবনেও এই উপাদানসমূহের চর্চা করতে হবে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, ‘স্বাধীনতার এই চল্লিশ বছরে গণমাধ্যমের স্বাধীনতা একটি বড় অর্জন। সেইসাথে গণতন্ত্র বজায় রাখতে হলে যে সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রয়োজন সেজন্য টিআইবি’র উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
সবশেষে ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, বাংলাদেশের খ্যাতনামা ৩২টি বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ৩ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান জনাব গোলাম রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক।
গণমাধ্যম যোগাযোগ
রিজওয়ান-উল-আলম
পরিচালক
আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন
ফোন: ০১৭১৩০৬৫০১২
ই-মেইল: rezwan@ti-bangladesh