বাজেটে কালো টাকা বৈধকরণ - দুর্নীতির হাতে রাজনৈতিক আত্মসমর্পণ: প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে টিআইবি

বাজেটে কালো টাকা বৈধকরণ - দুর্নীতির হাতে রাজনৈতিক আত্মসমর্পণ:

প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে টিআইবি

ঢাকা, বৃহস্পতিবার, জুন ৭, ২০১২: ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালোটাকা বৈধকরণের সুযোগ রাখায় তীব্র  প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সংবিধান ও নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  

সরকারের ৪র্থ বাজেট প্রস্তাবের উপর প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক বলেন,‘‘আসন্ন অর্থবছরের বাজেট  প্রস্তাবে আয়কর আইন সংশোধন করে কালো টাকাকে বৈধ করার যে প্রবিধানের প্রস্তাব করা হয়েছে তা সম্পূর্ণ অসাংবিধানিক, অনৈতিক ও বৈষম্যমূলক। এর ফলে, অবৈধ উপার্জনকারী ও কর ফাঁকিদাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির বদলে পুরস্কৃত করা হচ্ছে, অন্যদিকে  নিরুৎসাহিত হচ্ছে বৈধ ও সৎ উপায়ে উপার্জনকারী করদাতাগণ । কালোটাকা সাদাকরণের প্রস্তাব করে  নির্বাচনী অঙ্গীকারের এই সুষ্পষ্ট লঙ্ঘন কালোটাকার মালিকদের অনৈতিক চাপের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণ ও রাজনৈতিক দেউলিয়াত্বের দৃষ্টান্ত।

বিবৃতিতে তিনি বলেন, সংবিধানের ২০(২) অনুচ্ছেদ অনুযায়ী অনুপার্জিত আয়ের বিরুদ্ধে রাষ্ট্রের দৃঢ় অবস্থান বর্ণিত রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন জোটের প্রধান দলের নির্বাচনী অঙ্গীকারে কালো টাকা ও অবৈধ আয়ের বিরুদ্ধে অবস্থান ঘোষিত হলেও এরূপ অসাংবিধানিক সিদ্ধান্ত সরকারের কথিত দুর্নীতিবিরোধী অবস্থান ও সুশাসনের অঙ্গীকারের পরিপন্থী এবং বিশেষ করে মাত্র দেড় বছর পর আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে আত্মঘাতীমূলক। সরকার একদিকে রাজস্ব আয় বৃদ্ধির জন্য মরিয়া, অন্যদিকে রাজস্ব ফাঁকির সুযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার সিদ্ধান্ত শুধু আত্ম-প্রবঞ্চনাই নয়, সরকার কাঠামো দুর্নীতির ক্রমবর্ধমান নিয়ন্ত্রকের বহিঃপ্রকাশ।

নীতি নির্ধারণী পর্যায়ে দুর্নীতির এই ক্রমবর্ধমান প্রভাব রোধে উক্ত প্রস্তাব প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানায় টিআইবি ।

উল্লেখ্য, ইতিপূর্বে প্রতিবছর টিআইবি শেয়ারবাজারসহ  চিহ্নিত খাতে কালো টাকা বিনিয়োগ বন্ধসহ সার্বিকভাবে কালো টাকা বৈধকরণের প্রতিবাদ জানিয়ে আসছে। সরকার তা অবজ্ঞা করে প্রতিবছর এ সুযোগ সৃষ্টি করে শুধুমাত্র একটি বিশেষ প্রভাবশালী শ্রেণীকে পুরষ্কৃত করে দেশে দুর্নীতির সুযোগ সম্প্রসারণ করেই চলেছে। যার ফলে প্রকৃত রাজস্ব আয় বৃদ্ধি দুরে থাক, সমাজে ও রাষ্ট্র কাঠামোতে নৈতিকতার স্খলন ঘটছে। দুর্নীতিকেই জীবন যাত্রায় অপরিহার্য হিসেবে মেনে নেয়ার বার্তা প্রদান করা হচ্ছে, যা কোন গণতান্ত্রিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজে অগ্রহণযোগ্য।

Media Contact


Press Release