Cartoon submission date extended

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১২ উপলক্ষে

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় কার্টুন জমা দেওয়ার সময় বর্ধিত করা হয়েছে

ঢাকা, ৩১ আগস্ট ২০১২: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১২ উদযাপন উপলক্ষে ৭ম বারের মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার কার্টুন জমা দেওয়ার সময় ৩১ আগস্ট ২০১২ থেকে বর্ধিত করে ২০ সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত করা হয়েছে।  

দুটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় ‘ক (১৩-১৮ বছর) ও ‘খ (১৯-৩৫ বছর) বিভাগে তিনজন করে সর্বমোট ছয়জন বিজয়ীকে সনদ ও ক্রেস্টসহ যথাক্রমে ৪০, ৩০ ও ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া দুটি বিভাগে বিশেষ মনোনয়নপ্রাপ্ত মোট ৩০টি কার্টুনের জন্য প্রত্যেক প্রতিযোগীকে সনদসহ ২,০০০ টাকা করে দেয়া হবে। কার্টুনটি ১২×১৬অথবা ১২×১৮ (ইঞ্চি) আকারের হতে হবে। ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রইেট দুইভাবেই কার্টুনটি আঁকা যাবে এবং যে কোন মাধ্যমে অংকন করা যাবে। তবে কার্টুনটি অবশ্যই মৌলিক হতে হবে।

ভাঁজহীন অবস্থায় কার্টুনটি পাঠাতে হবে। খামের উপরে ‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১২ এবং বিভাগ উল্লেখ করতে হবে। কার্টুনটি কাগজের যে পাশে আঁকা হবে তার অপর পাশে পেন্সিলে স্পষ্টাক্ষরে বাংলা ও ইংরেজিতে নিজের নাম এবং বয়স লিখতে হবে। সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, বয়সের প্রমাণপত্র, যোগাযোগের পূর্ণ ঠিকানা ও ফোন নম্বরসহ টিআইবির ঢাকাস্থ কার্যালয় - আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, বাড়ি-১৪১, সড়ক- ১২, ব্লক- ই, বনানী, ঢাকা- ১২১৩ ঠিকানায় পাঠাতে হবে। এ বিষয়ে ০১৭১১৪০৫১৪৮, ৮৮২৬০৩৬, ৯৮৮৭৮৮৪, ৮৮৫৪৪৫৬ নম্বরে ফোন করে এবং www.ti-bangladesh.org এবং www.facebook.com/TIBangladesh এ লগ ইন করে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০০৬ সাল থেকে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় বাংলাদেশের উদীয়মান তরুণ কার্টুনিস্ট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

Media Contact


Press Release