ড. ইফতেখারুজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদ এর সদস্য নির্বাচিত হলেন
ঢাকা, ০৭ নভেম্বর ২০১২: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নভেম্বর ২০১২ থেকে আগামী তিন বছরের জন্য বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদ এর সদস্য নির্বাচিত হয়েছেন।
৭ নভেম্বর ২০১২ ব্রাজিল এর ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত টিআই এর বার্ষিক সদস্য সভার নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় ড. জামান বলেন এটি দীর্ঘ দিন ধরে টিআইবি পরিচালিত দুর্নীতিবিরোধী আন্দোলন, বিশেষতঃ জনগণকে সম্পৃক্ত করে গবেষণা ও জ্ঞানভিত্তিক প্রচারাভিযান ও অ্যাডভোকেসি কর্মকান্ডের প্রতি এক বৈশ্বিক স্বীকৃতি। টিআইবি’র সক্ষমতা ও অভিজ্ঞতাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরে টিআইসহ বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের চ্যাপ্টারগুলির অগ্রাধিকার ভিত্তিক নীতি প্রণয়নে এটি আমার জন্য একটি সুযোগ এবং দায়িত্ব বলে আমি বিবেচনা করি।”
তিনি আরো বলেন, “এই স্বীকৃতির কৃতিত্ব টিআইবি’র সঙ্গে সম্পৃক্ত সকলের; বোর্ড অব ট্রাস্টিজ, কর্মী, সদস্য, সচেতন নাগরিক কমিটি, স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দসহ সকল স্টেকহোল্ডারের প্রাপ্য, বিশেষতঃ তাদের প্রত্যেকের জন্য যারা মনে করেন সাহস এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতেই দুর্নীতির মত অপশক্তির মোকাবেলা করতে হয়।”
উল্লেখ্য, ড. ইফতেখারুজ্জামান দ্বিতীয়বারের মত টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদ এর সদস্য নির্বাচিত হলেন। ইতোপূর্বে তিনি ২০০৮-২০১১ মেয়াদে একই দায়িত্ব পালন করেন।