সংসদ সদস্য সম্পর্কিত প্রতিবেদন সম্পর্কে ৩১টি প্রশ্নের উত্তর তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে টিআইবি
ঢাকা, ১২ নভেম্বর ২০১২:“নবম জাতীয় সংসদের সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা” শীর্ষক গবেষণা সম্পর্কে ৩১টি প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর আজ তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মাননীয় তথ্যমন্ত্রীর একান্ত সচিব উপসচিব মো. শহীদুল হক ভূঁঞার বরাবরে প্রেরিত আলোচ্য প্রশ্নোত্তর প্রেরণ করে টিআইবি আশা প্রকাশ করছে যে, সংসদ সদস্যদের ওপর ১৪ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনটি সম্পর্কে নানাবিধ সংশয় ও বিভ্রান্তির নিরসন হবে।
উল্লেখ্য, গত ৫ই নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের মাননীয় তথ্যমন্ত্রীর দফতর থেকে আলোচ্য প্রতিবেদনটি “অধিকতর পর্যালোচনা” এর জন্য টিআইবি’র কাছে ৩১টি প্রশ্ন প্রেরণ করা হয়। তথ্য মন্ত্রণালয়ের প্রেরিত প্রশ্নগুলি ছিল মূলত: গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি এবং প্রক্রিয়া সংক্রান্ত যার পূর্ণাঙ্গ উত্তর টিআইবি প্রদান করেছে।